ইরাকে মার্কিন ঘাঁটিতে ৬ দফা রকেট হামলা
ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে আবার রকেট হামলা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বাগদাদের উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটিতে পরপর ছয়টি রকেট হামলার ঘটনা ঘটে।
হামলায় ইরাকি বিমান বাহিনীর চারজন কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছ সংবাদসংস্থা এএফপি ও আলজাজিরা। তবে কোনো মার্কিন সৈন্য হতাহতের খবর জানা যায়নি।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটি অবস্থিত। এখানে মার্কিন সেনাবাহিনীর একটি বেস আছে। স্ট্যাটিজিকভাবে গুরুত্বপূর্ণ এ সেনাঘাঁটির অভ্যন্তরের রানওয়েতে পরপর ছয়টি রকেট এসে পড়ে।
ইরানের সঙ্গে সম্প্রতি তিক্ততার জেরে ইরাকের মাটিতে আরো সতর্ক হয়েছে পেন্টাগন। যে কারণে এ ঘাঁটি থেকে অধিকাংশ মার্কিন সেনাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল বলে সামরিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকারকে সহায়তার জন্য ইরাকের বিভিন্ন ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫০০ মার্কিন সামরিক সদস্য মোতায়েন আছেন।
No comments: