ইজতেমায় গোলযোগ মোকাবেলায় সতর্ক র্যাব: বেনজীর
rab-dg
বিশ্ব ইজেতমায় দুই পর্বের স্থান বদলের সময় যেন কোনো গোলযোগ না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে র্যাব। দুই পক্ষের মুরব্বিরাও সচেতন রয়েছেন বিষয়টি নিয়ে। বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব মহাপরিচালক। তিনি জানান, এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে আকাশ এবং নৌপথে টহলও।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সরকারের সঙ্গে দুই গ্রুপের নেতৃবৃন্দের যোগাযোগ আছে। আমরা একাধিক সভাও করেছি। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন আছেন এবং সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, দুই পর্বের ট্রানজিশন পিরিয়ডটা যাতে সুন্দরভাবে হয় সেজন্য আমরা মাঠে তৎপর থাক
No comments: