কানাডায় হিজাবের পক্ষে আদালতে মুসলিম গ্রুপ
কানাডায় কর্মক্ষেত্রে ইসলামি পোশাক নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির মুসলিম সংস্থা ‘দ্য ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম’ (এনসিসিএম)।
শুক্রবার (১৭ জানুয়ারি) এনসিসিএম এর পক্ষ থেকে কানাডার সর্বোচ্চ আদালতে এ পিটিশন দায়ের করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
এর আগে ‘ধর্মীয় নমুনা’ অভিযোগ করে কানাডায় সরকারি চাকুরিজীবী, নার্স, শিক্ষক ও পুলিশ সদস্য ছাড়াও বেশ কিছু পেশার কর্মীদের পাগড়ি, হিজাব, ক্রস ও কিপ্পাহসহ অনুরুপ পোশাক নিষিদ্ধ করা হয়।
এনসিসিএম এর পক্ষে আইনি সহায়তা দিচ্ছে ‘কানাডিয়ান সিভিল লিবারটিজ অ্যাসোসিয়েশন’। এছাড়াও রয়েছে দেশটির এক মুসলিম শিক্ষার্থী ইশরাক নওরেল হক।
ইশরাক নওরেল হক কানাডার মনট্রেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু হিজাব পরার কারণে তাকে স্কুলে শিক্ষকতা করতে না দেয়ার সিদ্ধান্ত হয়।
Tag: others
No comments: