ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে, চিকিৎসকের সন্তোষ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র বাইপাস পরবর্তী স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে।
সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ জনাব কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় ডা. ফিলিপ কোহ জানান, জনাব কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।
জনাব কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে এবং শতকরা হারে তা ক্রমশ উন্নতির দিকে যা অত্যন্ত ইতিবাচক বলে জানান চিকিৎসকদলের প্রধান।
আজ রাত দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে জনাব ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে
No comments: