নোবেল পুরস্কার আমার পাওয়ার কথা: ট্রাম্প
সর্বশেষ শান্তিতে দেয়া নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিলো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহাইও’র টলেডোতে সমর্থকদের আয়োজিত এক সমাবেশে বক্তৃতা করার সময় এ দাবি করেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
গতবছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের চলা দ্বন্দ্বের অবসানে ভূমিকা রাখার কারণে তাকে এ পুরস্কার দেয়া হয়।
ট্রাম্প ওই দ্বন্দ্ব নিরসনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আমি একটি চুক্তি করলাম, একটি দেশকে রক্ষা করলাম। আর শুনতে পেলাম ওই দেশের প্রধান দেশ রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। আমি এজন্য কী করতে পারতাম? হ্যাঁ, আপনারা জানেন এভাবেই চলে। ট্রাম্প আরও বলেন, তাদের একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার করেছি।
Tag: world
No comments: