আবাসন সংকটে দুর্ভোগ যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের
যশোর মেডিকেল কলেজ
স্থাপনের এক দশক পার হতে চললেও যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট কাটেনি। ক্যাম্পাসের ভেতরে একটি ছাত্র ও একটি ছাত্রী হোস্টেলে আসন সংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারে নগন্য। অন্যদিকে, ভাড়াবাসায় পরিচালিত হোস্টেলে নিরাপত্তাহীনতায় দিন কাটছে শিক্ষার্থীদের।
যশোর মেডিকেল কলেজ স্থাপনের পর থেকেই আবাসন নিয়ে বিপাকে শিক্ষার্থীরা। প্রায় ৬ বছর পর ক্যাম্পাসে একটি ছাত্র ও ৮ বছর পর একটি ছাত্রী হোস্টেল নির্মাণ হলেও তা চাহিদার তুলনায় একেবারেই নগন্য।
প্রতিটি রুমে অতিরিক্ত শিক্ষার্থী থাকার পাশাপাশি হোস্টেলের কমন রুমেও গাদাগাদি করে থাকছেন শিক্ষার্থীরা। এতে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া।
আবাসন সংকট কাটাতে কলেজ ক্যাম্পাসের বাইরেও রয়েছে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা। তবে এসব হোস্টেলে একদিকে যেমন নেই যথাযথ পরিবেশ, অন্যদিকে নিরাপত্তা নিয়েও শঙ্কায় শিক্ষার্থীরা।
বাজেট না থাকায় সমস্যার সমাধান করা যাচ্ছে না বলে জানান, কলেজ অধ্যক্ষ। তবে, পরিস্থিতি সম্পর্কে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।
বর্তমানে যশোর মেডিকেল কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪শ'। এছাড়াও রয়েছে ৭৩ জন ইন্টার্ণ চিকিৎসক।
Tag: Featured
No comments: