ট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেই বিপিএল শেষ করলো রাজশাহী রয়্যালস। লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় তারা।
বিপিএলের পূর্ণাঙ্গ পয়েন্ট টেবিল দেখে নিন
এর আগে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং নুরুল হাসান সোহানের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তুলেছে তারা। কিন্তু লিটনের ব্যাটিংয়ের কাছে হার মানতে হয় রাজশাহীর বোলারদের।
স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫৫/৫ (২০)
ক্রিস গেইল ২৩ (২১)
জুনায়েক সিদ্দিকী ২৩ (২৩)
ইমরুল কায়েস ১৯ (১৮)
মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ (৩৪)
চাদউইক ওয়ালটন ৪ (৬)
নুরুল হাসান ৩০ (১৬)
জিয়াউর রহমান ৭ (২)
বোলার
মোহাম্মদ ইরফান ৪-০-২৪-১
আবু জায়েদ ২-০-১২-১
কামরুল ইসলাম ৩-০-৩৭-০
শোয়েব মালিক ৩-০-১১-১
আফিফ হোসেন ২-০-১৮-১
তাইজুল ইসলাম ২-০-২০-১
অলক কাপালি ৩-০-১৬-০
ফরহাদ রেজা ১-০-১৭-০
রাজশাহী রয়্যালস ১৫৬/২ (১৭.৪)
লিটন দাস ৭৫ (৪৮)
আফিফ হোসেন ৩২ (৩১)
শোয়েব মলিক ৪৩* (২৫)
আন্দ্রে রাসেল ২* (৪)
বোলার
রুবেল হোসেন ৩-০-২৭-০
প্লাঙ্কেট ৩-০-৩১-০
নাসুব হোসেন ৪-০-৩১-১
মাহমুদুল্লাহ ৩-০-২৮-০
এমরিত ৩-০-২০-০
জিয়াউর রহমান ১.৪-০-১৭-১
চট্টগ্রামকে উড়িয়ে শীর্ষে রাজশাহী
Tag: games
No comments: