দেবী চরণে পুষ্পাঞ্জলি নিবেদন বৃহস্পতিবার
প্রজ্ঞা, সঙ্গীত আর ললিতকলার দেবী সরস্বতী। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ফুল বেলপাতা আর বই পুস্তকে বাণীঅর্চনা করে থাকেন বিদ্যার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্যাণ্ডেল সাজানো ও প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে । আগামীকাল ভোর থেকে দেবী চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন শিক্ষার্থীরা।
বিদ্যা যাঁর ভূষণ, শ্বেতহংস যাঁর বাহন, বীণা হাতে যিনি বীণাপাণি আবার বই পুস্তক হাতে জ্ঞানদায়িনী, তিনিই বিদ্যা স্বর আর সুরের দেবী সরস্বতী।
মণ্ডপে মণ্ডপে পুজো আয়োজনের তোড়জোড়। বাঁশ বেত আর ককশিট কেটে ছাঁচে চলছে প্যাণ্ডেলের নকশা বুনন। হাতে হাতে গড়ে উঠছে উৎসবের অসাম্প্রদায়িক রঙ।
একজন বলেন, ক্লাস শেষ করে এখানে এসে আবার নিজের হাতে কাজের ডিজাইন করতে হচ্ছে। সব মিলিয়ে এই কাজ প্রায় ১ মাস পর্যন্ত চলতে থাকে।
আরেকজন বলেন, এটা অসাম্প্রদায়িক চেতনা নতুন করে উম্মচন করে।
জরিপাড়ের সাদা শাড়িতে শেষ মুহূর্তে প্রতিমা সুসজ্জিত করতে ব্যস্ত মৃৎশিল্পীরা।
Tag: Featured
No comments: