আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় সাদিও মানে
২০১৯ সালের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। প্রথমবারের মতো এই পুরস্কার জয় করলেন তিনি। মিশরে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ২৭ বছর বয়সী মানের হাতে এই স্বীকৃতি তুলে দেয়া হয়।
এ পুরস্কার জয়ে তিনি পিছনে ফেলেছেন লিভারপুল সতীর্থ গত দুইবারের বিজয়ী মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ও ম্যানচেস্টার সিটি আলজেরিয়ান স্ট্রাইকার রিয়াদ মাহারেজকে। পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত মানে বলেছেন, ‘আমি সত্যিই খুশী, একইসাথে এই পুরস্কার জয় করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এটা আমার জন্য অনেক বড় একটি দিন। আমি সব সেনেগালের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তারা সব সময়ই আমার পাশে ছিল। আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত সেনেগালের কোন খেলোয়াড় হিসেবে বর্ষসেরার পুরস্কার পেলেন মানে। এর আগে ২০০১ ও ২০০২ সালে পরপর দুইবার আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন এল হাডি ডিউফ।
আফ্রিকান ফুটবল কনফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী মানে ২০১৯ সালে সব ধরনের প্রতিযোগিতায় ৬১টি ম্যাচে ৩৪টি গোল করেছেন ও ১২টিতে সহযোগিতা করেছেন। অন্যদিকে সালাহ ৫৫ ম্যাচে করেছেন ২৬ গোল, ১০টিতে সতীর্থকে গোল করতে সহযোগিতা করেছেন। আর মাহারেজ সারা বছরে ৪৮টি ম্যাচে ১৮টিতে সহযোগিতা করা ছাড়াও নিজে করেছেন ১৪টি গোল।
মঙ্গলবারের এই অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো ছাড়াও আরো উপস্থিত ছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান সেবাস্টিয়ান ভেরোন ও ব্রাজিলের কাফু। এছাড়া আফ্রিকার সাবেক তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনেগালের দিউফ, মিশরের আহমেদ হাসান ও আলজেরিয়ার রাবাহ মাডজার। তবে, সালাহ বা মাহারেজের কেউই কাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
Tag: games
No comments: