শক্তিশালী পাসপোর্টে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। খবর জার্মানির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডয়চে ভেলের।
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী তা নিয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের কোম্পানি হ্যানলি অ্যান্ড পার্টনার্স। ২০২০ সালে প্রকাশিত তালিকায় ৯৮তম অবস্থানে আছে বাংলাদেশ।
একটি দেশের পাসপোর্ট দেখিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার ভিত্তিতে এই তালিকা তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এতে মোট ১০৭টি দেশের পাসপোর্ট আছে।
এর আগে ২০০৬ সালে এই তালিকায় ৬৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর থেকে শুধু অবনতি ঘটে। ২০১৮ সালে নেমে আসে ১০০তম অবস্থানে।
Tag: Featured
No comments: