Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিপিএল




বঙ্গবন্ধু বিপিএলের পর্দা নামার দিন আজ। সন্ধ্যা ৭টায় শুরু ফাইনাল। মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের মধ্যে হবে শিরোপার মহারণ। যে দলই জিতুক, বিপিএল অপেক্ষায় নতুন চ্যাম্পিয়নের। সঙ্গে মিলবে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর বসেছে এবার। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্নভিন্ন দলকে ট্রফি উঁচিয়ে ধরেছে। একসময় আট দল, এখন সাত দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারেনি। উদ্বোধনী আসর বসেছিল ২০১২ সালে, বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারিয়ে সেবার শিরোপা জেতে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। ২০১৩তে পরের আসরেও চ্যাম্পিয়ন ঢাকা। অধিনায়ক সেই মাশরাফী। এবার চিটাগং ভাইকিংসকে ৪৩ রানে হারিয়ে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন গ্ল্যাডিয়েটর্স দলপতি ম্যাশ। একবছর বিরতি দিয়ে ২০১৫ সালে তৃতীয় আসরে শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে ট্রফি হাতে নেন সেই মাশরাফীই। বিজ্ঞাপন বিজ্ঞাপন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ২০১৬ আসরে আবারও ঢাকার ঘরে যায় শিরোপা। সেবার অবশ্য দলটির নাম ছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে ৫৬ রানে হারায় তারা। সঙ্গে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল, মাশরাফীর টানা তিনের পর শিরোপা ওঠে সাকিব আল হাসানের হাতে। ২০১৭ সালে রংপুর রাইডার্সে নাম লেখান মাশরাফী। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে আবারও শিরোপা ছুঁয়েছেন তিনি। আগেরবারের চ্যাম্পিয়ন সাকিবদের হারিয়ে ফের সিংহাসনে বসেন মাশরাফী। ২০১৯ সালে হল দুটি বিপিএল। বছরের শুরুতে একটা হয়েছে। বছরের শেষ মাসে শুরু হয়ে আরেকটা আসরের শিরোপা ফয়সালা হতে যাচ্ছে নতুন বছরে, শুক্রবার। বছরের শুরুর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ঢাকা ডায়নামাইটসকে হারায় ১৭ রানে। সাকিবকে টানা দুই রানার্সআপের ধাক্কা দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ইমরুল কায়েস। সেইসাথে মাশরাফী-সাকিবের পর আরেকজন চ্যাম্পিয়ন অধিনায়ক পায় বিপিএল। মুশফিক আগে কখনও নিজ দল নিয়ে ফাইনাল পর্যন্ত যেতে পারেননি। এবারই প্রথম ফাইনালে নামতে যাচ্ছেন। তার দল খুলনা জিতলে তো নতুন চ্যাম্পিয়ন বিপিএল দেখবেই, প্রতিপক্ষ রাসেলের দল রাজশাহী জিতলেও একই। তবে মুশফিক জিতলে সঙ্গে আরেকটি নতুন দেখবে বিপিএল। মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও পাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি






«
Next
১০০ বছরের ইতিহাসে আজ একটি বইও বিক্রি হয়নি’
»
Previous
মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু
Pages 22123456 »

No comments:

Leave a Reply