গাজীপুরে ট্রলার ডুবিতে নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুরে ট্রলার ডুবির দুইদিন পর নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে বানার নদীর নয়ানগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ২১ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী একটি ট্রলার গাজীপুরের কাপাসিয়া থেকে ময়মনসিংহের গফরগাঁও যাচ্ছিলো। পথে নয়ানগর এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় তিথি রানী ধর নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী।
গত দুদিন ধরে ওই ছাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে গাজীপুর-ময়মনসিংহ সীমান্তবর্তী বানার নদীর নয়ানগর এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
Tag: others
No comments: