উন্নয়ন সহযোগীরা বেশি শর্ত না দিয়ে সহযোগিতায় এগিয়ে আসবেন: প্রধানমন্ত্রী
মানুষের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছি, আশা করি- উন্নয়ন সহযোগীরা বেশি শর্ত না দিয়ে সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে। বাংলাদেশ উন্নয়ন ফোরাম- বিডিএফ’র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, যেটুকু অগ্রগতি আছে অব্যাহত রাখা হবে সেই অগ্রযাত্রা।
প্রধানমন্ত্রী জানান, রাজনৈতিক অঙ্গিকার ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না, আমরা সেই কাজটিই করেছি। শুধু শহর নয়, গ্রাম পর্যন্ত একটি মানুষও যেনো বঞ্চিত না থাকে- সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের যা প্রয়োজন, তা চিহ্নিত করে সে অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। এসময়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার জন্য উন্নত দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানান তিনি। দু’দিনের এ আয়োজনের স্লোগান ‘টেকসই উন্নয়নে জন্য কার্যকরী অংশীদারিত্ব’।
No comments: