বইমেলায় চার স্তরের নিরাপত্তা থাকছে একই সাথে নিরাপত্তায় ভিতরে বাইরে থাকবে সিসি টিভি ক্যামেরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বইমেলার সার্বিক নিরাপত্তার অবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি আরো জানানা, বইমেলায় কোনো ধরনের বিতর্কিত বই যা ধর্মীয় অনুভূতি আঘাত দিতে পারে এসব বই প্রকাশের ক্ষেত্রে বিশেষ নজরদারি করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সর্তকতা নেয়া হয়েছে। একই সাথে যারা ঢাকার বাইরে থেকে আসছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
বইমেলায় থাকছে চার স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
Tag: politics
No comments: