ডেভেলপার কোম্পানি হয়ে যাচ্ছে রাজউক: টিআইবি
ভবণ নির্মাণ তদারকিতে গুরুত্ব না দিয়ে, ডেভেলপার কোম্পানি হয়ে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। প্লট বা ফ্ল্যাট বিক্রি করে মুনাফা অর্জনে মনোযোগী বেশি সংস্থাটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
রাজউকের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করার পরামর্শ দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজউকে ঘুষের বিনিময়ে কাজ করানো নিত্য নৈমিত্তিক বিষয়। টাকা প্রদানে কেউ অপারগ হলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। অথচ রাজউকের বহুতল ভবনের সংজ্ঞার সাথে অন্যান্য আইনের অসংগতি আছে। সংস্থাটির চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতার মানদন্ডও সুনির্দিষ্ট নয়। ফলে নিয়োগে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে।
এ অবস্থায়, রাজউকে দালালদের হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে টিআইবি।
নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজউকের আর্থিক কর্তৃত্ব বন্টনে আলাদা নির্দেশিকা রাখতে হবে। সেবার মূল্য উল্লেখ করে টাঙাতে হবে নাগরিক সনদ।
Tag: others
No comments: