মেহেরপুর জেলা সঞ্চয় অফিস এর উদ্যোগে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আলোচনা সভ ও র্যালীর আয়োজন করা হয়।
শনিবার সকালে মেহেরপুর জেলা সঞ্চয় অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলোক কুমার দাস।
এদিকে এর আগে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তৌফিকুর রহমানের নেতৃত্বে র্যলিটি জেলা সঞ্চয় অফিস থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে মেহেরপুর পৌরসভা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যলীতে অন্যদের মধ্যে জেলা সঞ্চয় কর্মকর্তা নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবির, ডক্তার অলক কুমার দাস অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুরে জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আলোচনা সভ ও র্যালী
Tag: Zilla News
No comments: