৭৫ বছর বয়সে অভিনেত্রীকে বিয়ে করলেন অভিনেতা
বিনোদন ডেস্ক : এক জনের বয়স ৭৫। অন্য জনের বয়স প্রায় ৫০। বয়সের বিশাল ফারাক থাকলেও বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ভালোবাসা ছিল অটুট। কলকাতা চলচ্চিত্র জগতে যা বিরল ব্যাপার।
বহু বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়লেন দুই তারকা। বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর।
ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তাঁরা। সাদা পাঞ্জাবীতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। হল মালাবদলও।
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।
Tag: world
No comments: