চীনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সারাবিশ্বে
চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের বিস্তার নিয়ে শঙ্কা বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ২ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে এ ব্যাপারে প্রস্তুত থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নিউমোনিয়ার মতো ভাইরাসটি নতুন এক ধরনের করোনা ভাইরাস। এর সংক্রমণে রোগী সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতি শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এখন পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ৪১ জন ব্যক্তির মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।
তবে ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা প্রায় ১ হাজার ৭০০। চীন ছাড়াও জাপান ও থাইল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত আরও দুজনকে শনাক্ত করা হয়েছে।
Tag: world
No comments: