এক নজরে প্লে-অফের প্রতিপক্ষ, সময়-সূচি
একমাস আর ৪২ ম্যাচ, গ্রুপপর্বের লড়াই শেষে বঙ্গবন্ধু বিপিএল এখন প্লে-অফে। সোমবার শুরু হচ্ছে শিরোপার শেষ ধাপের লড়াই। ১৭ জানুয়ারি ট্রফির ফয়সালা।
সেরা চার দল কারা সেটি নিশ্চিত হয়ে গিয়েছিল শুক্রবারই। শনিবার ঠিক হয় কারা খেলবে এলিমিনেটরে, কারা কোয়ালিফায়ারে।
এবারের আসরে শীর্ষ তিন দলের পয়েন্ট সমান ১৬ করে। রানরেট গড়ে দিয়েছে পার্থক্য। খুলনা টাইগার্স টেবিলের এক নম্বরে। রানরেটে পিছিয়ে দুই ও তিনে যথাক্রমে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফের চতুর্থ দল ঢাকা প্লাটুন। মাশরাফীর দল ১৪ পয়েন্ট নিয়ে চারে।
টেবিলে সবচেয়ে বাজে অবস্থা গেছে সিলেট থান্ডারের। ১২ ম্যাচের গ্রুপপর্বে তারা জিততে পেরেছে সবে এক লড়াই। ২ পয়েন্ট নিয়ে সবার আগে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে থান্ডারদের।
পয়েন্টে পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। দুদলেরই পয়েন্ট ১০ করে। রানরেট পার্থক্য গড়ে দিয়েছে তাদের অবস্থানেও। যদিও বেশিকিছু ক্ষতি নেই, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে দুদলেরই।
জয়-পরাজয়ের সংখ্যা পার্থক্য গড়ে দিতে না পারলেও এই রানরেট আবার টেবিলের শীর্ষ দলগুলোর জন্য ভালোই গুরুত্বপূর্ণ ঠেকেছে। তিন দলের একই পয়েন্ট হওয়ার পরও রানরেটে শীর্ষ দুইয়ে খুলনা ও রাজশাহী। যারা খেলবে প্রথম কোয়ালিফায়ারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যেখানে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালের মঞ্চে। বাকি দলটির যে সুবিধা, হেরেও তাদের ছিটকে যেতে হবে না। তারা আরেকটি পরীক্ষার সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
প্রথম কোয়ালিফায়ারে খুলনা ও রাজশাহীর মধ্যকার হারা দলের পরীক্ষা দ্বিতীয় কোয়ালিফায়ারে হবে এলিমিনেটরে জিতে আসা দলের সঙ্গে। এলিমিনেটরে লড়বে ১৬ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে তিনে থাকা চট্টগ্রাম ও চারের ঢাকা।
চট্টগ্রাম ও ঢাকার মধ্যকার হারা দলের আসর শেষ হয়ে যাবে। জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে পরীক্ষা দেবে প্রথম কোয়ালিফায়ারে হেরেও আরেকটি সুযোগ পাওয়া দলের বিপক্ষে। এই লড়াইয়ে জয়ী দলটি প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে ১৭ জানুয়ারি শিরোপার রোমাঞ্চে অবতীর্ণ হবে।
এক নজরে প্লে-অফের সময়-সূচি
এলিমিনেটর: ঢাকা-চট্টগ্রাম (১৩ জানুয়ারি, দুপুর ১.৩০মিনিট)
প্রথম কোয়ালিফায়ার: খুলনা-রাজশাহী (১৩ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)
দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরে জয়ী দল-প্রথম কোয়ালিফায়ারে হারা দল (১৫ জানুয়ারি, সন্ধ্যা ৬.৩০মিনিট)
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল-দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল (১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭টা)
Tag: games
No comments: