Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাংলাদেশকে যে পরামর্শ দিলেন কোহলি




দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার। এভাবে হারিয়েও বাংলাদেশের পক্ষে কথায় লড়ে গেলেন বিরাট কোহলি। টাইগারদের তরুণ দলটাকে বেশি বেশি করে টেস্ট খেলানোর পরামর্শ দিয়েছেন ভারত অধিনায়ক। ইন্দোর ও ইডেন- দুই টেস্টেই ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে হারের পর দ্বিতীয় টেস্টেও হারের ব্যবধানটা ইনিংস ও ৪৬ রানের। কোহলির মূল্যায়ন দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের না থাকাটা ভুগিয়েছে মুমিনুল হকদের। দিয়েছেন বেশি বেশি টেস্ট খেলার পরামর্শ। বিজ্ঞাপন বিজ্ঞাপন ‘ওদের সবচেয়ে অভিজ্ঞ দুজন ক্রিকেটার নেই। সাকিব ছিল না, তামিম ছিল না। কেবল ছিল মুশফিক আর মাহমুদউল্লাহ। কিন্তু মাত্র দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে দিয়ে গোটা একটা দল এগিয়ে নেয়া যায় না। বাকি সবাই খুব তরুণ। আমি বলতে চাই, তারা যদি বেশি বেশি টেস্ট খেলে তাহলে তারা বেশি অভিজ্ঞতা অর্জন করবে।’ বিজ্ঞাপন বিজ্ঞাপন ‘আপনি দুই টেস্ট খেলার পর আরও দেড় বছর পর যদি আবার খেলেন, তাহলে কীভাবে চাপ সামলাবেন, সেটা বুঝতে পারবেন না।’ বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই কোহলির। তার চোখে টেস্টে ভালো করতে এগিয়ে আসতে হবে বোর্ডকে। খেলোয়াড়দের কাছে বাড়তে হবে টেস্টের গুরুত্ব। নজর দিতে হবে টেস্ট খেলোয়াড়দের এগোনোর কাঠামোর দিকেও। ‘ওদের স্কিল ঠিকই আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচের ওই রকম পরিস্থিতি ঘন ঘন পাওয়া, যাতে ভালো করা যায়।’ ‘বোর্ড এবং খেলোয়াড়দের মিলে সমস্যাটা ঠিক করতে হবে, যাতে টেস্ট ক্রিকেট এগিয়ে নেয়া যায়।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply