চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ৩
চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা।
নিহতরা হলেন আবু তাহের, জাকের হোসাইন ও আব্দুল মাবুদ। রোববার (২৪ নভেম্বর) সকালে জমিতে কাজ করার সময় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, চৌধুরীহাট এলাকায় বাড়ির পাশে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবু তাহেরের। খরনদ্বীপের আব্দুল মাবুদের মৃত্যুও হয় ঘটনাস্থলে। এছাড়া চান্দেরহাট এলাকায় হাতির হামলায় গুরুতর জখম হন জাকের হোসাইন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বাচ্চাসহ ৯টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল বায়তুল জামে মসজিদের সুপারি বাগানে অবস্থান নেয়। রোববার সকালে দুভাগে বিভক্ত হয়ে একদল কধুরখীল -চরণদ্বীপের দিকে যায়, অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যায়।
হাতির কারণে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
No comments: