Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আস্থাভোটে আমরাই জিতব, বললেন সনিয়া, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব, প্রতিক্রিয়া বিজেপির




মহারাষ্ট্রে আস্থাভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর দাবি, আস্থাভোটে জোটেরই জয় হবে। সনিয়ার কথায়, ‘‘আস্থাভোটে আমরাই জিতব।’’ তবে বিজেপি শিবিরের পাল্টা দাবি, বিধানসভায় তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। সনিয়ার মতোই এই রায়ে খুশি জোটের অন্যতম কাণ্ডারী এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক নীতি রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সংবিধান দিবসেই মহারাষ্ট্র নিয়ে এই রায় এল।’’ মহারাষ্ট্র বিধানসভায় আগামিকাল, বুধবার আস্থাভোট। প্রোটেম স্পিকারের তত্ত্ববধানে হবে সেই ভোট। তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে দেবেন্দ্র ফ়ডণবীস সরকারকে। মঙ্গলবার সকালে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে কার্যত ধাক্কা লেগেছে বিজেপি শিবিরে। অন্য দিকে, এ দিনের রায়ের পর উৎসাহিত শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট। আস্থাভোটে যে ফডণবীস সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে, তেমনটাই বিশ্বাস জোটের। তবে এই রায় ঘোষণার পর প্রাথমিক ভাবে কোনও মন্তব্য না করলেও দুপুরে রাজ্যের বিজেপি নেতা রাওসাহেব দানবে বলেন, ‘‘আস্থাভোটে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’’

এ দিন সুপ্রিম কোর্টের রায় জানার পর এনসিপি নেতা নবাব মালিকের মন্তব্য, ‘‘বিজেপির খেলা শেষ।’’ মালিকের কথায়, ‘‘সুপ্রিম কোর্টের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। আগামিকাল বিকেল ৫টা আগেই স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির খেলা শেষ। এর দিনকয়েক পরই মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের সরকার গঠিত হবে।’’ আরও পড়ুন: মহারাষ্ট্রে কালই আস্থাভোট, করতে হবে সরাসরি সম্প্রচার, নির্দেশ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের এ দিনের রায়ে সন্তুষ্ট কংগ্রেস শিবির। কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণ জানিয়েছেন, জোটের সব দলই এই রায়ে খুশি। সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘দেবেন্দ্র ফডণবীসের উচিত আজকেই পদত্যাগ করা।’’ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার মতে, ‘‘সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বিজেপি-অজিত পওয়ারের বেআইনি সরকারের মুখে একটি থাপ্পড়ের সমান, যারা জনমতকে হাইজ্যাক করেছিল।’’ আরও পড়ুন: বিরোধীদের ‘ফোটো’ থাকতে পারে, ‘ফোটোফিনিশ’ করব আমরাই, শক্তি প্রদর্শনের পাল্টা বিজেপির তবে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের তরফে এই রায় নিয়ে প্রতিক্রিয়া মিললেও এ দিন তড়িঘড়ি কোনও মন্তব্য করেনি বিজেপি শিবির। দুপুরে বিজেপি শিবির থেকে বার্তা দেওয়া হয়, আস্থাভোটে তাদেরই জয়জয়কার হবে। এই রায়ের পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে পৌঁছন উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। সেখানেই দলের কোর কমিটির বৈঠক শুরু। মূলত, আস্থাভোটে নিজেদের কৌশল স্থির করতেই এই বৈঠক করছেন বিজেপি নেতারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply