বাংলাদেশে আসতে ম্যানইউ’র দাবি ২৮ কোটি টাকা
খেলার সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশে এসেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চার প্রতিনিধি। মঙ্গলবার নিরাপত্তা, আবাসিক সুযোগ সুবিধা ও ভেন্যুর খুঁটিনাটি ঘুরে দেখেছেন তারা। উঠে এসেছে আর্থিক ব্যবস্থার বিষয়টিও। ম্যাচটি আয়োজনের সঙ্গে জড়িত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজে’র কর্ণধার স্বপন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে খেলতে ম্যানইউর দাবি আপাতত ৩০ লাখ ইউরো বা ২৮ কোটি টাকা!
আগামী বছরের প্রাক-প্রস্তুতি মৌসুমে এশিয়া সফরের অংশ হিসেবে
। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জমজমাট আয়োজনের অংশ হিসেবেই ‘রেড ডেভিলদে’র আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে আসার।
তারই অংশ হিসেবে বাংলাদেশে আসেন ম্যানইউ প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের ফুটবল ডিরেক্টর অ্যালান ডওসন, লরেন্স কোমেন, ফিলিপ ম্যালকম ও ম্যাথিউ চার্লস। মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠকের পর বিকেলে ফুটবল ফেডারেশন ভবনে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরে যান মাঠ পরিদর্শনে।
বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটিকে আনার বিষয়টি বেশ ব্যয়সাপেক্ষ বলে মন্তব্য করেছেন স্বপন চৌধুরী। এই মুহূর্তে ক্লাবটির দাবি ৩০ লাখ ইউরো। তবে সবকিছু পর্যবেক্ষণ করে দেশে যাওয়ার পর চূড়ান্ত বাজেটের পরিমাণ জানাবে ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৩ কিংবা ৩০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ’ নামে আয়োজিত হবে ম্যাচটি। সম্ভাব্য প্রতিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা সেরা খেলোয়াড়দের মিলিত একাদশ।
ম্যাচটি আয়োজনের দায়িত্বে আছে ভারতের সিএমজি (সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ) ও অন্তর শোবিজ। স্পন্সরশীপের মাধ্যমে খরচ উঠিয়ে আনতে চায় প্রতিষ্ঠান দুটি। আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়টি দেখভাল করবে ক্রীড়া মন্ত্রণালয়।
No comments: