Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দীর্ঘ টানাপড়েন, বিদায় নিলেন ফডণবীস, মহা-নাট্যমঞ্চে নতুন নায়ক উদ্ধব ঠাকরে




সরকার গঠনের চার দিনের মাথায় মহারাষ্ট্রে পিছু হটল বিজেপি। সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দিতেই এ দিন দুপুরে একে একে ইস্তফা দেন অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফডণবীস। আর তার পরেই মহারাষ্ট্রের রাজনৈতিক পরিসরে নতুন করে সামনে চলে এলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁকে জোটের মুখ করেই রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিল শিবসেনা-এনসিপি-কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তিন দলের প্রতিনিধিরা। সব কিছু ঠিক ঠাক এগোলে আগামিকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন উদ্ধব। তবে রাজভবনে যাওয়ার আগে তিন দলের মধ্যে এ দিন ফের এক দফা বৈঠক হবে মুম্বইয়ে। সেখানে জোটের মুখ হিসাবে উ্দধব ঠাকরেকে বেছে নেওয়া হতে পারে বলে শিবসেনা সূত্রে জানা গিয়েছে। তার পরেই তাঁর নেতৃত্বে সরকার গঠনের দাবি জানানো হবে। উদ্ধব মুখ্যমন্ত্রী হলে, কংগ্রেস এবং এনসিপি থেকে মোট দু’জনকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। এ ক্ষেত্রে এখনও পর্যন্ত দৌড়ে এগিয়ে রয়েছেন কংগ্রেসের বালাসাহেব থোরাট এবং এনসিপির জিতেন্দ্র কোলাম্বাকর। আবার শরদ পওয়ার ঘনিষ্ঠ জিতেন্দ্র অওহদকেও উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। এ দিনের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি থেকে মুম্বই রওনা দিয়েছেন কংগ্রেস নেতা আহমেদ পটেল এবং কেসি বেণুগোপাল। অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এর আগে তিন দলের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও, আজই সনিয়া গাঁধী তাতে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সনিয়ার সেই বার্তা পৌঁছে দিতেই আহমেদ পটেলরা মুম্বই যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেখানে তাঁদের উপস্থিতিতেই এই কর্মসূচি প্রকাশ করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply