এসএ গেমসে সোনা চান টাইগ্রেস কোচ
প্রত্যাশিত সাফল্য না এলেও কোচ-অধিনায়কের কণ্ঠে প্রায়ই শোনা যায় একটা কথা, ধীরে ধীরে উন্নতি করছে মেয়েদের ক্রিকেট। ম্যাচে তার যথাযথ প্রতিফলন ঘটাতে প্রয়োজন ব্যাটিংয়ে ধারাবাহিকতা। জাতীয় দলের ভারতীয় হেড কোড অঞ্জু জৈন এবং টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের ভাবনার জায়গা একই- ব্যাটিং।
পাকিস্তান সফর করে আসা মেয়েদের সামনে নতুন অ্যাসাইনমেন্ট সাউথ এশিয়ান গেমস (এসএ)। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে বসবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। এবার যুক্ত হয়েছে ছেলে ও মেয়েদের ক্রিকেট।
ক্রিকেট ইভেন্টের জন্য মিরপুরে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে মেয়েরা। দল ঘোষণা হয়ে গেছে আগেই। চোটের কারণে যেতে পারছেন না সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। এ ক্রিকেটার ছাড়া পুরো জাতীয় দলটাই যাচ্ছে নেপাল।
রোববার অনুশীলনের পর বাংলাদেশ কোচ অঞ্জু জানালেন এসএ গেমসে দলের লক্ষ্য সোনা জয়, ‘স্বর্ণ ছাড়া কোনো কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। আমরা গেল এক বছরে অনেক উন্নতি করেছি। তবু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে, ব্যাটিংয়ে ধারাবাহিকতা। আমাদের এই জায়াগায় ধারাবাহিক হতে হবে। বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা উন্নতি করেছি যা চোখে পড়ছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’
‘আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অনেকদূর এগিয়েছি, ভালো উন্নতি করেছি। মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আশা করছি দ্রুত আরও উন্নতি করবে। তারপরও মনে করি ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে হবে আমাদের। স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে।’
টাইগ্রেস অধিনায়ক সালমার ভাবনাজুড়েও ব্যাটিং, ‘শেষ এশিয়া কাপের পর বিশ্বকাপে আমরা ভালো করতে পারিনি। ব্যাটসম্যানরা রান করতে পারেনি। বাছাইপর্বেও সেরাটা খেলতে পারিনি। আরও ভালো খেলতে পারতাম। তারপরও আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। এরপর পাকিস্তান সফরে গেলাম, ইমার্জিং কাপে খেলতে গেলাম। সব সময়েই ব্যাটিং নিয়ে কাজ করছি। আমাদের বোলিংয়ের বিপক্ষে কোনো দল ১১০-১২০ এর উপর করতে পারছে না। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজও আমাদের বিপক্ষে সুবিধা করতে পারেনি। তবে আমি চাইব ব্যাটিংটা ধারাবাহিক হোক।’
Tag: Advertisement games
No comments: