টাকাসহ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মালিককে দিল পুলিশ
oc
টাকাসহ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছে
পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) শহরের রাস্তায় মানিব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর রোববার সন্ধ্যায় মালিককের হাতে সেটি তুলে দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে তিনি সময় নিউজকে বলেন, শনিবার দায়িত্ব পালনকালে থানার উপ-পরিদর্শক শিমুল রাস্তার পাশে একটি মানিব্যাগ কুড়িয়ে পান। মানিব্যাগে নগদ ১৭ হাজার টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরবর্তীতে বিষয়টি থানায় জানানোর পর মানিব্যাগে থাকা পাসপোর্টের কাগজে জাহাঙ্গীর আলম নামের একজনের মোবাইল নম্বর পাওয়া যায়।
তিনি বলেন, ওই নম্বরে যোগাযোগ করে তাকে থানায় ডাকা হয়। মানিব্যাগটি তার কিনা যাচাইয়ের জন্য মানিব্যাগে থাকা টাকার পরিমাণ ও কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে সঠিক তথ্য দেন জাহাঙ্গীর। এ সময় মানিব্যাগের প্রকৃত মালিককে ১৭ হাজার টাকাসহ মানিব্যাগটি ফেরত দেয়া হয়।
মানিব্যাগ ফিরিয়ে দেয়ার মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই থানা ও পুলিশের প্রশংসা করছেন।
No comments: