রোববার পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা কার্যক্রম
আগামী রোববার পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা বন্ধ থাকবে। ফলে এ সময় নির্বাচন অফিসে যোগাযোগ করা থেকে বিরত থাকার কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, এনআইডি সার্ভার বন্ধ আছে। এ সময়ে এনআইডি সংশোধন, স্থানান্তর, পরিচিতি যাচাই, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে না।
আজ মঙ্গলবারও সারাদিন ডাউন ছিল সার্ভার। তাই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত এনআইডি কার্যালয়ে বন্ধ ছিল কার্যক্রম। কর্মকর্তারা কেবল ফাইলের কাজে ব্যস্ত ছিলেন।
এদিকে সার্ভার ডাউন থাকায় আজ অন্য দিনের মতো কোনও ব্যস্ততা ছিল না ইটিআই প্রাঙ্গণে। নেই সেবা গ্রহীতাদের ভিড়ও। দেয়ালে লাগিয়ে দেয়া হয়েছে নোটিশ। সেখানে বলা আছে ‘সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে। এনআইডি সেবা সংক্রান্ত কার্যক্রম আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
Tag: Featured
No comments: