অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ আমির
ফিক্সিংয়ে জড়িয়ে শাস্তি খেটে প্রবল প্রতাপে ক্রিকেট মাঠে ফিরেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ক্যারিয়ারের ভরা বসন্ত চলে গেছে নিষেধাজ্ঞার পেটে। ২০১০ সালে লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িয়ে ক্যারিয়ারটাই হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। এবার সেই টেস্ট ক্রিকেটকেই বিদায় বলে দিলেন আমির। শুক্রবার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি জানিয়ে দেন সাদা পোশাকের ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।
‘ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত সম্মানের। তারপরেও আমি লঙ্কার ভার্সন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, যাতে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পারি।’ বিবৃতিতে বলছিলেন মোহাম্মদ আমির।
২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মোহাম্মদ আমিরের। এরপর পাকিস্তানের হয়ে মাত্র ৩৬ ম্যাচে ৩০.৪৭ গড়ে ১১৯টি উইকেট তুলে নিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন আমির।
ইংল্যান্ড বিশ্বকাপে বড় আশা নিয়ে গেলেও সফলতা পায়নি পাকিস্তান। তাদের নজর এখন তাই ২০২০ সালের টি-২০ বিশ্বকাপে। ২৭ বছর বয়সী আমিরের চোখও আপাতত সেদিকেই।
‘নিজেকে সুস্থ রেখে সর্বোচ্চটুকু দেয়ার মাধ্যমে আমি দলে অবদান রাখার চেষ্টা করবো, বিশেষ করে আগামী বছর টি-২০ বিশ্বকাপে।’
Tag: Advertisement games
No comments: