Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রেলপথ ধরে এবার পুরো পাকিস্তানের ঘরে ঢুকে পড়বে চিন




পাকিস্তানের সঙ্গে আরও ব্যবসা বাড়াছে চলেছে চিন। এবার চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর দিয়ে লাগাতার খোদ পাকিস্তানের মধ্যে পণ্য পরিবহণ করতে চলেছে চিন। রেল এবং সড়কপথে একেবারে পাকিস্তানে ঘরে ঢুকে পড়ছে এবার চিন। চিনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের রাজধানী ল্যানঝৌ থেকে পাকিস্তানের গদর বন্দর পর্যন্ত ওই পণ্য চলাচল করবে। ল্যানঝৌয়ের আন্তর্জাতিক বাণিজ্যের ডিরেক্টর সংসবাদ সংস্থা জিনহুয়াকে এমনটাই তথ্য দেন। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা চালু হবে, সে ব্যাপারে স্পষ্ট করে তিনি কিছু জানাননি। গত বছরের মাঝামাঝি সময়ে প্রথম চিনা পণ্য এই পথে গদর বন্দর পৌঁছেছিল। আপাতত ঠিক হয়েছে জিনজিয়াং পর্যন্ত রেলপথে পণ্য আসবে। তারপর সেখান থেকে সড়ক পথে গদর পৌঁছাবে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি হল চিন এবং পাকিস্তান এর মধ্যে গড় ওঠা এক বিশেষ অর্থনৈতিক করিডর। করিডরটি চিনের প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড নীতির অন্তর্গত। এটি চিনের আর্থিক সাহায্যে গড়ে তুলা হচ্ছে। এই করিডরটি মোট দৈর্ঘ্য হবে ২,০০০ কিলোমিটার। এটি পাকিস্তানের গদর শহরের গদর বন্দর থেকে চিনের শিনচিয়াং প্রদেশের কাশগর পর্যন্ত নির্মান করা হবে। এই প্রকল্পে গদর ও কাশগর মহাসড়ক ,রেলপথ দ্বারা যুক্ত হবে। এছাড়া এই পথে অপটিকাল ফাইবার বসানো হবে দ্রুত যোগাযোগের জন্য। তেল ও গ্যাসের পাইপ লাইন এই পথে নিয়ে নিয়ে যাওয়া হবে। এই পকল্পে গদর ও কাশগর এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি যুক্ত হবে। করিডরের অংশ হিসাবে ১,১০০ কিলোমিটার করাচি থেকে লাহর পর্যন্ত মোটরওয় নির্মাণ করা হবে। রায়ালপিন্ডি থেকে কাশগর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১,৩০০ কিলোমিটার কারাকোরাম মহাসড়ক। করাচি থেকে খাইবার পাক্তুন পর্যন্ত রেল পথকে আধুনিক করা হবে।করিডরের নির্মাণ কাজে যুক্ত রয়েছে ৭ হাজার চিনা কর্মী। এই করিডরের পাশে প্রায় ১২ টির মত বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply