মাকে ছুরিকাঘাত করে আহত করে থানায় এসে আত্মসমর্পণ করেছে ছেলে জাহাঙ্গীর আলম (১৯)। শনিবার (২৭ জুলাই) রাতে
উপজেলায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত মাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ জানায়, উপজেলার গামারীতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর কোনো কাজ-কর্ম না করে সারাদিন ঘুরে বেড়াত। এ নিয়ে মা মরিয়ম বেগম ছেলে জাহাঙ্গীরকে প্রায়ই বকাঝকা করতেন।
শনিবার রাতেও বকাঝকা করার কারণে সে ক্ষুব্ধ হয়ে মাকে ছুরিকাঘাত করে। পরে রাত ১২টার দিকে ধোবাউড়া থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ঘটনা জানায়।
পরে রাতেই ওসি আলী আহাম্মদ মোল্লা জাহাঙ্গীরের বাবা আবুল কাশেমকে ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে ছেলেকে আটক করেন।
রোববার আহত মাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরকে এখনও থানা হেফাজতে রাখা হয়েছে।
No comments: