বগুড়ায় ট্রাক চাপায় অটোভ্যান যাত্রী নিহত
বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় সাদেক হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ২য় বাইপাস মহাসড়কের মাদলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদেক হোসেন মাদলা ইউনিয়নের হেলেঞ্চাপাড়ার মৃত শমসের আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদেক হোসেন অটোচালিত ভ্যান যোগে মেয়ের বাড়ি সদরের সাবগ্রাম এলাকা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আর চালককে আহতবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি।
এদিকে সাদেক হোসেনের মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম ও আহাজারি।
Tag: Zilla News
No comments: