Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অন্তর্বাসের ব্র্যান্ড লঞ্চ করলেন সানি লিওন




অন্তর্বাসের ব্র্যান্ড লঞ্চ করলেন সানি লিওন মুম্বই: সানি লিওন বরাবরই খোলামেলা ও সাহসী। পর্ন ছবি থেকে শুরু করে কন্দোমের বিজ্ঞাপন- সবেতেই সাবলীলভাবে কাজ করেছেন আগে। এবার অন্তর্বাসের সংস্থা খুললেন সানি। তাঁর সেই সংস্থার নাম ‘ইনফেমাস’। সোমবার মুম্বইতে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ইনফেমাস’ চালু করেন তিনি। সানিকে খোলামেলা পোশাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”আমি সব সময়ই নিজের পছন্দে খেতে এবং পরতে বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, সোয়েটারও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে?” নিজের পরবর্তী সিনেমার ব্যাপারে সানি জানান যে তিনি এখন অর্জুন পাটিয়ালার কাজ নিয়ে ব্যস্ত। আরেকটি ছবি আছে হাতে, কোকাকোলা। এই ছবিটি সম্ভবত এই বছরেই মুক্তি পাবে বলে জানান তিনি। সানি জানিয়েছেন তাঁর ব্র্যান্ডে মূলত অন্তর্বাস ও কিছু লাউঞ্জ ওয়্যার পাওয়া যাবে। প্রযোজনায় আসতেই আগ্রহী তিনি। অভিনেত্রী জানিয়েছে, তাঁর হাতে খুব ভালো গল্প আছে। প্রোডাকশন টিমও তৈরি। তারিখ আর সময় ঠিক হলেই কাজ শুরু হবে। এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক বাই সানি লিওন’ নিয়ে এসেছিলেন। সুতরাং ব্যবসায় সানি নতুন নন। ব্যবসাটা তিনি ভালোই বোঝেন। তবে তাঁর দাবি, তাঁর স্বামী ড্যানিয়েল আরও ভালো সামলাতে পারে ব্যবসা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply