অবশেষে চাঁদে মহাকাশযান পাঠালো ভারত
যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম দফায় ব্যর্থ হওয়ার পর অবশেষে চাঁদে অবতরণের উদ্দেশে নিজেদের দ্বিতীয় চন্দ্রাভিজানে মহাকাশযান 'চন্দ্রযান - ২' এর সফল উৎক্ষেপণ করলো ভারত।
সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৪৩ মিনিটে অন্ধ প্রদেশের 'শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র' থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযানটি। প্রায় ১৫ কোটি মার্কিন ডলার ব্যায়ে নির্মিত 'চন্দ্রযান-২' মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে। চন্দ্রপৃষ্ঠের পানি, খনিজ এবং পাথরের গঠন বিষয়ক তথ্য সংগ্রহের চেষ্টা চালাবে এই মহাকাশযান।
আর এটি করতে সক্ষম হলে, চীন, যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর, চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণের কৃতিত্ব অর্জন করবে ভারত। এর আগে, গেল ১৫ই জুলাই নির্ধারিত সময়ের মাত্র ৫৬ মিনিট আগে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায়, শেষ মুহূর্তে মহাকাশযানটির উৎক্ষেপণ স্থগিত করা হয়।
Tag: world
No comments: