অসাধু লোকের জন্য মৎসখাতের সম্ভাবনা যেনো নষ্ট না হয়: রাষ্ট্রপতি
মৎস্য চাষ একটি উজ্জ্বল সম্ভবনাময় খাত। কিন্তু মৎস্য চাষের উপকরণ বিশেষ করে মাছের খাদ্য উপাদান নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ ও প্রচারিত হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বললেন মো: রাষ্ট্রপতি আবদুল হামিদ।
জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে আজ রোববার বঙ্গভবনে পোনামাছ অবমুক্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কিছু অসাধু লোকের জন্য যাতে মৎস খাতের সম্ভাবনা নষ্ট না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকে হবে। মৎস্য ও পশুসম্পদ খাতের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ খাতের যে কোনো অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সময়ে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে বিদেশেও মৎস্য রপ্তানি সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে এবং দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
পাস্তরিত দুধ নিয়েও ক্ষতিকারক ও নেতিবাচক খবর প্রকাশ ও প্রচারিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে ভোক্তাদের মাঝে পণ্য সম্পর্কে বিরূপ ধারণা হচ্ছে।
তিনি বলেন, একবার ক্রেতারা কোনো পণ্য থেকে মুখ ফিরিয়ে নিলে শুধু যে ব্যবসার ক্ষতি তা নয়, প্রকারন্তরে প্রান্তিক চাষী বা উৎপাদনকারীরা চূড়ান্ত ক্ষতির শিকার হন।
No comments: