Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ক্রিকেট দুনিয়ার টুকরো খবর




স্লো ওভার রেটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জরিমানা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। নির্ধারিত সময়ে কম ওভার করায় ম্যাচ ফি'র ২০ শতাংশ কেটে নেয়া হয় খেলোয়ারদের। বাংলাদেশের দুর্দিনে কপাল খুলেছে ইংলিশ তরুন পেসার জোফরা আর্চারের। অ্যাশেজের ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন এই বিশ্বকাপজয়ী এই পেসার। অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার কুমার ধর্মাসেনার পক্ষে সাফাই গাইলও আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিতর্কিত সেই ছয় রান নাকি ক্রিকেটের নিয়ম মেনেই দেয়া হয়েছে। একে তো লংকা সফর হারে শুরু। তার উপর এবার জরিমানাও গুনতে হচ্ছে টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের নির্ধারিত সময়ে দু' ওভার কম করেছে তামিম ইকবালের বাংলাদেশ। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি'র ২০ শতাংশ কাটা হচ্ছে দলের সব ক্রিকেটারের। অধিনায়ক বলেই হয়তো দোষটা তামিম ইকবালের বেশি। তাই তার কাটা হচ্ছে ম্যাচ ফি'র ৪০ শতাংশ। অকপটে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তামিম। তাই ম্যাচ শেষে আর রেফারি ক্রিস ব্রডের আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন হয়নি। এদিকে, বাংলাদেশের দুর্দিনে কপাল খুলেছে ইংলিশ পেসার জোফরা আর্চারের। বিশ্বকাপে দারুন বোলিং সুবাদে ডাক পেয়েছেন আসছে অ্যাশেজের ১৪ সদস্যের দলে। ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্ট খেলবেন। তাও আবার অ্যাশেজে।খুশির এই দিনে বিশ্বকে জানালেন এক চমকপ্রদ তথ্য। বিশ্বকাপে চোট পেয়েও পেইনকিলার নিয়ে ম্যাচ খেলে গেছে অবিরত ভাবে।তারপরও এতটুকু থামেনি। নিয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট। দলের জন্য তার এই আত্মনিবেদন বিশ্ববাসী মনে রাখবে অনেক দিন। আর্চারের সাথে অ্যাশেজ দলে ফিরেছেন আরেক বিশ্বকাপজয়ী সদস্য জস বাটলার। বাদ পড়েছেন জ্যাক লিচ ও লুইস গ্যাগরি। আর অ্যাশেজ দিয়েই প্রথমবারের মত সহ-অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস। অধিনায়ক থাকছেন জো রুটই। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ সদস্যই আছেন স্কোয়াডে। তাই নিজেদের মাটিতে ভালো করতে নিজেদের সেরা টিমটাই পেয়েছে বিশ্বকাপ জয়ীরা। বিশ্বকাপ শেষ হয়েছে দু'সপ্তাহ পেরোলো। তবে বিতর্ক যেন ছায়া হয়ে অনুসরন করছে ফাইনাল ম্যাচের আম্পায়ার কুমার ধর্মাসেনার। ফাইনালের ওই বিতর্কিত ৬ রানের সিধান্তে এবার পাশে পেল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রন সংস্থা আইসিসিকে। স্রেফ জানিয়ে দিয়েছে, ম্যাচের ওই সিধান্ত ঠিকই ছিল। সঠিক পদ্ধতি অনুসরণ করে সিধান্ত নিয়েছে অনফিল্ড আম্পায়ার। ম্যাচের পরিস্থিতি অনুযায়ি ভুল কিছু হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply