Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অভিষেকে ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতালেন ডি’ভিলিয়ার্স




কেন তাঁকে সংক্ষিপ্ত ফর্ম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়, ফের একবার জানান দিলেন এবি ডি’ভিলিয়ার্স। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টি২০ অভিষেকেই ঝোড়ো ইনিংস খেলে মিডলসেক্সকে জেতালেন মিস্টার ৩৬০। এবি ডি’র ৪৩ বলে ধুন্ধুমার ৮৮ রানের সৌজন্যে এসেক্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মিডলসেক্স, তাও আবার ১৮ বল বাকি থাকতেই। ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডোয়েসচ্যাটের দুরন্ত ৭৪ রানে ভর করে বৃহস্পতিবার ঘরোয়া টি২০ লিগে প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে এসেক্স। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানের মধ্যে দু’টি উইকেট খুঁইয়ে বসে মিডলসেক্স। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ডেবিড মালানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১০৫ রানের অবদান রাখেন ডি’ভিলিয়ার্স। যা দলকে পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়। অভিষেক ম্যাচেই ঝোড়ো অর্ধশতরানে নজর কাড়েন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।

৪৩ রান করে মালান আউট হলেও অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দক্ষিন আফ্রিকা ক্রিকেটের ‘সুপারম্যান’। ২০৪.৬৫ স্ট্রাইক রেটে ডি’ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংস এদিন সাজানো ছিল ৫টি চার ও ৬টি ছক্কায়। ইংল্যান্ডে ঘরোয়া টি২০ লিগের অভিষেকেই বিপক্ষ বোলারদের উপর সংহার মুর্তি ধারণ করেন প্রোটিয়া ব্যাটসমায়ন। এবি ডি ক্যারিশমায় তিন ওভার হাতে থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় মিডলসেক্স। ১১ রানে অপরাজিত থাকেন আরেক ব্যাটসম্যান জন সিম্পসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply