কেন তাঁকে সংক্ষিপ্ত ফর্ম্যাটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়, ফের একবার জানান দিলেন এবি ডি’ভিলিয়ার্স। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে টি২০ অভিষেকেই ঝোড়ো ইনিংস খেলে মিডলসেক্সকে জেতালেন মিস্টার ৩৬০। এবি ডি’র ৪৩ বলে ধুন্ধুমার ৮৮ রানের সৌজন্যে এসেক্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মিডলসেক্স, তাও আবার ১৮ বল বাকি থাকতেই।
ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডোয়েসচ্যাটের দুরন্ত ৭৪ রানে ভর করে বৃহস্পতিবার ঘরোয়া টি২০ লিগে প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে এসেক্স। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানের মধ্যে দু’টি উইকেট খুঁইয়ে বসে মিডলসেক্স। এরপর চার নম্বরে ব্যাট করতে নেমে ডেবিড মালানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ১০৫ রানের অবদান রাখেন ডি’ভিলিয়ার্স। যা দলকে পৌঁছে দেয় জয়ের দোরগোড়ায়। অভিষেক ম্যাচেই ঝোড়ো অর্ধশতরানে নজর কাড়েন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।
অভিষেকে ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতালেন ডি’ভিলিয়ার্স
Tag: Advertisement games
No comments: