কান্না ভেজা চোখে ১২৫ মাইল হেঁটে বাড়ি ফিরলো পোষা কুকুর
পোষা প্রাণীদের মধ্যে মালিকের অনুগত হিসেবে কুকুরে সুনাম অনেক আগে থেকেই। এবার এমনই অবাক করার ঘটনা ঘটিয়েছে মারু নামের একটি পোষা কুকুর।
মারুকে তার মালিক বাড়ি থেকে ১২৫ মাইল দূরে রেখে আসে। মালিকের প্রতি অনুগত এবং আহত মারু সেখান থেকে ভাল্লুক ও নেকড়ের ভয় উপেক্ষা করে সাইবেরিয়ার বনের মধ্যে দিয়ে হেঁটে ভেজা চোখে বাড়ি ফিরে আসে।
এক বছর বয়সে মারুকে তার জন্মস্থানে রাখতে মালিক তাকে ট্রান্স সাইবেরিয়া ট্রেনে তোলেন। মারুকে তার মালিক আর কোনোভাবে রাখতে চাইছিলেন। কিন্তু ট্রেন থেকেই পালিয়ে যায় মারু। পরে ওই স্টেশনে অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
হারানোর ঠিক আড়াই দিন পরেই আহত অবস্থাতে মারুকে তার বাড়ির পাশেই পাওয়া যায়। মারুকে তখন কাঁদতে দেখা যায়। তবে সে ছিল খুব ক্লান্ত।
মারুর মালিক আলা বলেন, মারু যেখানে বাস করতো সেখানে ফিরে আসতে চেয়েছে। মারুর কাছে ভৌগলিক কোনো চিহ্নিত বিন্দু না থাকলেও সে ঠিক পথে আসছে। সে এখন খুব রাগান্বিত; কারণ কেন তাকে খুঁজে বের করতে মালিক সাহায্য করলো না। মারু আবার পরিবারের ফিরে এসেছে এবং তাকে সুস্থ করতে চিকিৎসা দেয়া হচ্ছে।
Tag: world
No comments: