Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাশিয়ার নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জে চলে আসবে গোটা আমেরিকা




দেশের দক্ষিণ-পশ্চিম অংশ থেকে সফলভাবে মিসাইল পরীক্ষা করল রাশিয়া। Topol-M নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা করে শক্তি প্রদর্শন করল রাশিয়া। কাপুস্তিন ইয়ার প্র্যাকটিস রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই মিসাইল। যার রেঞ্জ ১১,০০০ কিলোমিটার। ২৫০০ কিলোমিটার দূরে কাজাখস্তানের সেরি-সাগান রেঞ্জে আঘাত করে মিসাইলটি। তবে আদতে এই মিসাইলের যা রেঞ্জ তাতে গোটা আমেরিকা চলে আসবে। অর্থাৎ, এই মিসাইলের মাধ্যমে আমেরিকার যে কোনও আঘাত করতে পারবে রাশিয়া। রাশিয়ার স্ট্র্যাতেজিক মিসাইল ফোর্স এই পরীক্ষাটি করে। ২৬ জুলাই অর্থঅৎ শুক্রবার মিসাইল পরীক্ষা করা হয়। একেবারে নিখুঁতভাবে টার্গেটে আঘাত করেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। Topol-M নামের এই মিসাইলটি SS-27 Mod 1, Sickle B, RS-12M1, RS-12M2 ও RT-2PM2 নামেও পরিচিত। ১৯৮০ তে প্রথম এই মিসাইল তৈরি হয় রাশিয়ায়। ১৯৯২ তে সেটি রি-ডিজাইন করা হয়। ১৯৯৭ থেকে এটি রাশিয়ার সেনাবাহিনীতে রয়েছে। এই মিসাইল ২১.৯ মিটার দীর্ঘ, ১.৯ মিটার চওড়া। এর ওজন ৪৭,২০০ কেজি। প্রাথমিক ভাবে এটি ৫০০ কিলো টন পরমাণু অস্ত্র বহন করার মত ক্ষমতার তৈরি করা হয়েছিল। পরে সেই ক্ষমতা বাড়িয়ে ১ মেট্রিক টন করা হয়েছে। অর্থাৎ ১ মেট্রিক টন বোমা বহন করতে পারবে এই মিসাইল। একসঙ্গে ছ’টি টার্গেটে আঘাত করতে পারবে এটি। এতে রয়েছে অ্যান্টি মিসাইল শিল্ড। অর্থাৎ শত্রুপক্ষের মিসাইল সহজে ধ্বংস করতে পারবে না এটিকে। জানা যায়, রাশিয়ার কাছে ৮০টি Topol-M মিসাইল রয়েছে। ২০০৯ -তে এই দেশ ঘোষণা করেছিল যে তারা আর কোনও Topol-M মিসাইল তৈরি করবে না






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply