নিজের সীমানায় পরমাণু অস্ত্র মোতায়েন করুন: আমেরিকাকে রাশিয়া
শুধুমাত্র নিজের সীমানায় পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য আমেরিকাকে পরামর্শ দিয়েছে রাশিয়া। তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট অনিচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করার একদিন পর মস্কো এ আহ্বান জানালো।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-সহ ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ গতকাল বলেন, “রাশিয়া শুধুমাত্র তার নিজের সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করেছে। আমরা আমেরিকা ও ন্যাটোকেও একই রকম পদক্ষেপ নেয়ার আহ্বান জানাব।”
এর আগে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি ন্যাটো জোট একটি ডকুমেন্ট প্রকাশ করেছিল এবং তাৎক্ষণিকভাবে তা মুছে ফেলেছে যাতে বলা হয়েছিল যে, আমেরিকা তার কৌশলগত ১৫০টি পরমাণু অস্ত্র বেলজিয়াম, জার্মানি, ইতালি, হল্যান্ড ও তুরস্কে মোতায়েন করেছে। ওয়াশিংটন পোস্ট আরো বলেছে, তারা ন্যাটো জোটের ওই ডকুমেন্ট বেলজিয়ামের ‘দ্যা মরগেন’ পত্রিকায় প্রকাশিত হতে দেখেছে।#
Tag: world
No comments: