থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ
এশিয়া কাপে এক ম্যাচ পরই আবারো হারের বৃত্তে বাংলাদেশ। চনবুড়িতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
আগের ম্যাচে ফিলিপিন্সকে হারানোর সুখস্মৃতি তখনো উজ্জ্বল ছিলো জিমি-শিতুলদের। চনবুড়িতে তাই শেষ ম্যাচে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামে তারা। কিন্তু শুরুতেই সে স্বপ্নে ধাক্কা দেয় থাই ফরোয়ার্ড বুনপেয়া ওয়ারুন। ৩ মিনিটের ফিল্ড গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। গোলের ধাক্কা সামলানোর আগেই আরো এক গোল হজম করে বসে অসীম গোপ। এবার স্কোরবোর্ডে নাম উঠান থানোপ। দুই গোলের লিড নিয়ে দুর্দান্ত খেলতে থাকে থাই'রা।
পাল্লা দিয়ে আক্রমণে উঠে আশরাফুল-খোরশেদরাও। কিন্তু নিজেদের ভুলে গোল পায়নি তারা। এর মাঝেই ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার পায় থাইল্যান্ড। দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন থানোপ। ২ মিনিট বাদেই অবশ্য এক গোল শোধ করে বাংলাদেশ। ফিল্ড গোলে স্কোর করেন মইনুল ইসলাম কৌশিক। এরপর আর কোন গোল না হলে ৩-১'র জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
Tag: Advertisement games
No comments: