ইরানে সিআইএ’র গুপ্তচর সন্দেহে কয়েকজনের মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রের গোয়েদা সংস্থার গুপ্তচর সন্দেহে ১৭ জনকে আটক করেছে ইরান। এদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, আইন লঙ্ঘন করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ইরানের রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটকের পর বিচারের মুখোমুখি করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার পাশাপাশি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিও একই খবর প্রকাশ করেছে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই এ খবর প্রকাশিত হলো।
Tag: world
No comments: