চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শোয়েব রিগানকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে আনা হচ্ছে ঢাকায়। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে এগারোটার দিকে রাহেলা খাতুন গার্লস একাডেমির পেছন দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন রিগান। এসময় কয়েকজন তার ওপর হামলা চালায়। কুপিয়ে গুরুতর জখম করে রিগানকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।
চিকিৎসকরা জানান, আহতের দুই পা ও বাম হাতের আঘাত গুরুতর। শোয়েব রিগান চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের নেতা হলেও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটি’র সহ-সভাপতি মনোনীত হয়েছিলেন।
Tag: Zilla News
No comments: