মশা মারতে নামলেন ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবনের আশপাশে মশার ওষুধ ছিটানো হয়েছে। ঢাবি প্রশাসনের পক্ষ থেকে বিকালে ও ডাকসুর পক্ষ থেকে আজ শুক্রবার সন্ধ্যায় ওষুধ ছিটানো হয়।
ঢাবির ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করেন ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। এসময় তিনি মেশিন দিয়ে অন্যদের সাথে ওষুধ ছিটান।
এরপর ডাকসুর জিএস ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ডাকসু ও কলাভবনের আশপাশের এলাকায় ওষুধ ছিটান।
ফেসবুকে রাব্বানী তার একাউন্টে ওষুধ ছিটানোর দৃশ্য লাইভ করেন। তাতে দেখা যায়, কলাভবন ও ডাকসুর পাশের ঝোপঝাড়ে নিজেই মেশিন হাতে নিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন রাব্বানী। এসময় সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।
এসময় রাব্বানী বলেন, ঢাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু সমস্যা সমাধানে ব্যর্থ। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। আজ আমরা ৫০টি মেশিন দিয়ে সারা ক্যাম্পাসে ওষুধ ছিটিয়েছি।
তিনি আরও বলেন, মশা নিধনের জন্য বিশাল বাজেট থাকে সিটি করপোরেশনগুলোতে। এগুলো ঠিক মতো জবাবদিহিতার মধ্যে যেত তাহলে হয়তো ডেঙ্গু এই মহামারি আকার ধারণ করতো না।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীতে মশার উৎপাত ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়েছে। জানা গেছে, রোগী সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতালগুলোতে এখন ডেঙ্গুর চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না।
দুই সিটি করপোরেশন মশার নিধনে যথেষ্ট পদপক্ষে না নেয়ায় হাইকোর্ট সম্প্রতি করপোরেশনগুলোকে তিরস্কার করেছেন।
Tag: politics
No comments: