Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাক সীমান্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী হেলিকপ্টার পাঠাল ভারত




অনেক দিন ধরেই অস্ত্রভাণ্ডারকে যুগপোযোগী করতে প্রত্যয়ী ছিল মোদি সরকার। বিশেষ করে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীকে নতুন কোনো বোমারু উড়োযান উপহার দিতে চাচ্ছিলেন নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যে এবার ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম বোমারু হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক। ভারতের ভাণ্ডারে রক্ষিত পুরনো প্রযুক্তির এমআই৩৫ হেলিকপ্টারের জায়গায় এখন থেকে কাজ করবে এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টারগুলো। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে মোট ২২টি এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টার কেনার কথা রয়েছে ভারতের। শনিবার (২৭ জুলাই) প্রথম ধাপে চারটি এসে পৌঁছেছে। এসব হেলিকপ্টারকে দেশটির উত্তরপ্রদেশে পাক-ভারত সীমান্তে জিয়াবাদের বিমানবাহিনীর ঘাঁটিতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জিয়াবাদের ওই বিমানবাহিনীর ঘাঁটিটি আক্রমণের শিকার হয়। তাই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটির প্রথম চারটিকে সেখানে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক ৩০এমএম মেশিনগান থেকে টানা ২১০০ রাউন্ড গুলি চালাতে পারে। এমনকি ট্যাংক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার। এগুলো বেশ দ্রুতগতিরও। ঘণ্টায় ১৫০ নটিক্যাল মাইল গতিতে উড়তে সক্ষম এরা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply