সুইডেন যুবলীগের উদ্যোগে বার্ষিক বনভোজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা
সুইডেন থেকে আইনুল হক।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২০ জুলাই ২০১৯ সুইডেন শাখা যুবলীগের সভাপতি জনাব মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সুইডেন শাখা যুবলীগের বার্ষিক বনভোজন, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ২০১৯ শেষ হয়েছে। এদিন সকালে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে শুরু করে বিশাল এক গাড়ি বহরে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষ সুইডেনের উওরে শত কিলোমিটার দূরে অবস্থিত এনসপিকে অবস্থান করে। একদিকে বিশাল নদী ও নদীর পাড়ে বিস্তৃত বৃক্ষাদীর মাঝে প্রকৃতির মনোরম পরিবেশে শিশু সহ সকল বয়সের নারী পুরুষ আনন্দে মেতে ওঠে। নানান রকম খাবার পরিবেশনের পাশাপাশি চলতে থাকে খেলা ধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুইডেন শাখা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম আম্বিয়া ঝণটু। এ সময় আরও উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামীলীগের সহ সভাপতি মহিউদ্দিন লিটন,আওয়ামীলীগের নেতা মুক্তিযোদ্ধা গুলজার মিয়া, খাইরুল ইসলাম নান্নু, রাবেয়া ইসলাম, রফিকুল ইসলাম নয়ন, ইফতেখার জুয়েল, নীলা চৌধুরী,ইসরাত জাহান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগের নেতা বদীউল আলম, শাখাওয়াত হোসেন,মনজু মিয়া,আবুল হোসেন, এনামুল হক, মুর্তজা হক নিপু, ফকির মিজানুর রহমান,শাহবদদীন আল ফকির, রিয়াদ,মিঠু হোসাইন, মোরাদুল ইসলাম, ইকবাল উদ্দীন মামুন, মোঃ মিজান, জুয়েল, মামুন ভুইয়া প্রমুখ
Tag: Zilla News
No comments: