ভারতের উত্তর প্রদেশে বজ্রাঘাতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত
হয়েছেন। রোববার প্রদেশটির বিভিন্ন জেলায় বজ্রাঘাতে তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির সরকার।
সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ৭ জন কানপুরের, ৪ জন ঝানসির, হামিরপুরের ৩ জন, ফতেহপুরের ২ জন, জালাউনের ১ জন এবং চিত্রাকোটের ১ জন। বাকিদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার বিহারে বজ্রপাতে ৮ শিশু নিহত হয়। এছাড়া আহত হয় আরও ১০ জন। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার দুপুরে ধনাপুর গ্রামের কয়েকজন শিশু স্থানীয় একটি মাঠে খেলছিল। সেসময় হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়। মাথা বাঁচতে সবাই দৌড়ে গিয়ে আশ্রয় নেয় একটি গাছের নিচে।
কিছুক্ষণ পর একটি বাজ পড়ে ওই গাছের ওপর। এতেই মৃত্যু হয় ৮ শিশুর। এছাড়া আহত হয় আরও ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
Tag: world
No comments: