Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সদস্য বেড়ে ১১ কোটি, রেকর্ড ভাঙতে ২০ কোটি টার্গেট বিজেপির




সদস্য বেড়ে ১১ কোটি, রেকর্ড ভাঙতে ২০ কোটি টার্গেট বিজেপির সদস্য বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিজেপি। এখনও পর্যন্ত ১১ কোটি নতুন সদস্য হয়েছে বলে শনিবার জানালেব বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। তবে ২০ কোটি সদস্য তৈরি করাই লক্ষ্য বলে জানালেন তিনি। একইসঙ্গে অন্যান্য রাজনেতিক দলগুলির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। বলেছেন, দেশের জন্য কাজ করার কোনও ইচ্ছে নেই অন্যান্য দলের। শুধুই চেয়ার দখলের চিন্তা করছেন বিরোধীরা। তিনি আরও বলেন, গত ৫০ দিনে মোদী সরকার যে কাজ করেছে, তাতে ৫ ট্রিলিয়নের অর্থনীতির দিকে একধাপ এগিয়ে গিয়েছে ভারত। প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘আমরা বিশ্বের সবথেকে বড় পার্টি। আমরা কারও সঙ্গে প্রতিযগিতা করছি না। আমরা এখন নিজেদেরই রেকর্ড ভাঙতে চাইছি। আর তার জন্য ২০ কোটি সদস্য টার্গেট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নাড্ডা স্পষ্ট জানান, একথা অন্যান্য দলও স্বীকার করে নিয়েছে যে তারা বিজেপির থেকে অনেক পিছনে রয়েছে, চাইলেও তারা বিজেপির সঙ্গে পাল্লা দিতে পারবে না। তিনি আরও বলেন, ‘দেশে ১৩০০ রাজনৈতিক দল আছে। কারও ছেলে আছে রাজনীতিতে, আবার কোনও দলে বিশেষ জাতির হলে তবেই রাজনীতি করা যায়। কিন্তু বিজেপি হল একমাত্র দল যেখানে একজন সাধারণ মানুষ সর্বোচ্চ পদে পৌঁছে যেতে পারে। উদাহরণ হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহের কথা উল্লেখ করেন তিনি। বলেন, এরা সাধারণ পরিবার থেকে এসে রাজনীতির শিখরে পৌঁছে গিয়েছেন। বিজেপি গণতন্ত্রের মূল্য দেয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বিজেপিই একমাত্র দল যাদের নেতা, পলিসি, উদ্দেশ্য, কর্মী সবটাই রয়েছে। অন্য কোনও দলের পলিসি নেই, তারা শুধুই চেয়ার চায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply