Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাঁঝলা




সাঁঝলা (Common Evening Brown) Common evening brown.jpg সাঁঝলা (Common Evening Brown) বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: Animalia পর্ব: Arthropoda শ্রেণী: Insecta বর্গ: Lepidoptera পরিবার: Nymphalidae গণ: Melanitis প্রজাতি: M. leda দ্বিপদী নাম Melanitis leda (Linnaeus, 1758) প্রতিশব্দ Papilio leda Linnaeus, 1758 Melanitis ismene Cyllo helena Westwood, 1851 Cyllo fulvescens Guénée, 1863 Melanitis leda africana Fruhstorfer, 1908 Melanitis leda africana f. zitenides Fruhstorfer, 1908 Melanitis leda ab. plagiata Aurivillius, 1911 সাঁঝলা[১] (বৈজ্ঞানিক নাম: Melanitis leda(Linnaeus)) এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি। এরা খয়েরী বাদামি বর্ণের প্রজাপতি। সাঁঝলা 'নিমফ্যালিডি' পরিবারের এবং 'স্যাটায়ারিনি' উপগোত্রর সদস্য' আকার প্রসারিত অবস্থায় সাঁঝলার ডানার আকার ৬০-৮০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২] উপপ্রজাতি ভারতে প্রাপ্ত সাঁঝলা এর উপপ্রজাতি হল-[৩] Melanitis leda leda Linnaeus, 1758– Oriental Common Evening Brown বিস্তার এই প্রজাপতিটি সমগ্র ভারত এবং হিমালয়ের ৬৫০০ফুট উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারসহ মধ্য প্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতেও এদের দেখা মেলে। বর্ণনা সাঁঝলার ওপর-পিঠের রঙ গাঢ় বাদামী খয়েরী এবং সামনের ডানায় একটা বড় কালো চোখ দেখা যায়। এই চোখের মাঝখানে একটা সাদা বিন্দু থাকে। কালো চোখ ঘেঁষে ডানার ভিতর দিকে কমলা ছোপ লক্ষ্য করা যায়।[৪] ঋতুভেদে এদের ডানার নীচের পিঠের অংশের রঙের পরিবর্তন দেখা যায়। শুধু ডানার রঙই নয়, ডানার গড়নও আলাদা হয়। শুষ্ক ঋতু শুষ্ক ঋতুতে সাঁঝলার ডানার পিঠের রঙ খয়েরী হয়। কখনও তা লালচে বাদামী ঘেঁষা আবার কখনও হাল্কা লালচে বাদামী। তার উপর জায়গায় জায়গায় গাঢ় কালচে ছোপ থাকে। যেহেতু এই কালচে ছোপ কোনও নির্দিষ্ট মাত্রায় থাকে না, তাই একটার সাথে আর একটা সাঁঝলার সাদৃশ্য মেলানো অনেক সময় বেশ কঠিন হয়। সমপ্রজাতি হিসাবে চিহ্নিত করতে আসুবিধা হয়। শুষ্ক ঋতুতে এদের ডানার মাপ কিছুটা বড় হয়। সামনের ডানার শীর্ষের নীচের দিক এবং পিছনের ডানার ভূমিকোনের কিছু ওপরে দুটো উঁচোনো চূড়ো দেখা যায়। সামনের ডানার চূড়োটা কিছুটা নীচের দিকে বাঁকানো। সাঁঝলার শুষ্ক ঋতুরূপ এর সাথে শুকনো পাতার সাদৃশ্য দেখা যায়। আর্দ্র ঋতু আর্দ্র ঋতুতে সাঁঝলার ডানার নীচের পিঠ ধূসর খয়েরী বর্ণের হয়। অনেক সময় অল্প পীতাভ বর্ণও লক্ষ্য করা যায়। পিছনের ডানার প্রান্তের সমান্তরালে একসার সাদা বিন্দু দেখা যায়, তার চারিদিকে কালো রঙের সরু বেড় দেওয়া। আদ্রর ঋতুতে ডানায় এরকম চূড়া দেখা যায় না অর্থাৎ ডানার গড়নে কাটাকাটা তীক্ষ্ণ ভাবটা থাকে না। আচরণ ভোর বেলায় এবং সন্ধ্যার দিকে এদের বেশি দেখা যায়। ঝোপঝাড়ের নিচে অথবা শুকনো পাতার ভিড়ে এরা লুকিয়ে থাকে। এদের ওড়ার ধরন দূর্বল প্রকৃতির এবং এরা মাটির কাছাকাছি ওড়ে। সাঁঝলাদের পচা ফলের এবং গাছের রসের প্রতি আসক্তি আছে।[৫] বৈশিষ্ট্য ডিম সাঁঝলার ডিম সাদা বর্ণের এবং গোলাকার হয়। ঘাসের ফলকের নীচের পিঠে ২ থেকে ৭টা করে ডিম পাড়ে। শূককীট শূককীট কচি ঘাসের মতো সবুজ রঙের হয় এবং পাশের দিকে সরু সরু সাদা রেখা টানা থাকে। মাথাটা তুলনামূলক ভাবে গাঢ় সবুজ, মাথার অপর দুটি মেরুন রঙের কাঁটাযুক্ত শিং দেখা যায়। দেহের শেষ অংশে দু'ভাগ হওয়া লেজের মতো দুটো বাড়ানো অংশ থাকে। পুরো দেহটাই লোম দিয়ে ঢাকা থাকে। আহার্য উদ্ভিদ এই শূককীট বিভিন্ন প্রকার ঘাস যেমন- ধান (Oryza sativa), ভুট্টা(Zea mays), Rotboellia cochinchinensis[৬] শ্যামা ঘাসPanicum[৭], Sorghum, Apluda, Cyrtococcum, Eleusine,Oplismenus compositus[৮] ইত্যাদি গাছের পাতার রসালো অংশ আহার করে। মূককীট সাঁঝলার মূককীট স্বচ্ছ সবুজ বর্ণের হয়। বক্ষ অংশটি চওড়া এবং থ্যাবড়া ঢিবি দেখা যায়। এরা সাধারণত পাতার নীচের পিঠে ঝুলে থাকে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply