আইএইএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক মার্কিন নাগরিক মেরি অ্যালিস হেওয়ার্ড
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র উপ মহাপরিচালক মেরি অ্যালিস হেওয়ার্ড’কে এই সংস্থার ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। আমেরিকার ব্লুমবার্গ টিভি জানিয়েছে, আইএইএ’র উপ মহাপরিচালকের পাশাপাশি মার্কিন নাগরিক হেওয়ার্ড ২০১৬ সাল থেকে এ সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গতকাল আইএইএ’র সাবেক মহাপরিচালক ইউকিয়া আমানোর আকস্মিক মৃত্যুর খবর প্রচার করা হয়। তিনি কিছুদিন যাবত অজ্ঞাত রোগের ভুগছিলেন বলে গণমাধ্যম জানিয়েছে।
সোমবার ইউকিয়া আমানোর মৃত্যুর খবর প্রচার করা হয়
২০২১ সাল পর্যন্ত আমানোর মেয়াদ থাকা সত্ত্বেও গত সপ্তাহে আইএইএ ঘোষণা করে, তিনি অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিতে চান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।
তার মৃত্যুর খবর প্রচার হওয়ার পর এ সংস্থায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাফায়েল গ্রোসি এবং রুমানিয়ার কূটনীতিক কার্নেল ফ্রুটা মধ্যে যেকোনো একজন আইএইএ’র প্রধানের দায়িত্ব নেবেন বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল। ফ্রুটা বর্তমানে আইএইএ’র নীতি নির্ধারণ বিভাগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।#
Tag: world
No comments: