আটক জাহাজ দুটি থেকে নয় ভারতীয়কে ছেড়েছে ইরান
ছবি: ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরনের টুইটার থেকে নেয়া
হরমুজ প্রণালী থেকে আটক করা এমটি রিয়াহ নামের পানামার জাহাজটিতে থাকা ১২ ভারতীয়ের মধ্যে নয়জনকে ছেড়ে দিয়েছে ইরান। ভারতের একাধিক সরকারি সূত্র বৃহস্পতিবার তাদের ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
তবে এখনও ২১ ভারতীয় ইরানে আটক আছে। তাদের মধ্যে তিনজন এমটি রিয়াহ এবং ১৮ জন স্টেনা ইম্পেরো নামের যুক্তরাজ্যের তেলের জাহাজটিতে ছিলেন।
গত ১৪ জুলাই এক মিলিয়ন লিটার জ্বালানি চোরাচালানের দায়ে পানামার জাহাজটি আটক করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ব্রিটিশ জাহাজটি ১৯ জুলাই ইরানের একটি মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় এবং আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করায় আটক করে আইআরজিসি।
ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার স্টেনা ইম্পেরোতে থাকা ১৮ ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করেছে ইন্ডিয়া টুডে।
এদিকে ব্রিটিশ মেরিনস এবং জিব্রাল্টার পুলিশের আটক করা গ্রেস ওয়ান নামের ইরানের জাহাজটিতে থাকা ২৪ ভারতীয়ের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কর্মকর্তারা।
চলতি মাসের শুরুতে সিরিয়ায় তেল নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে স্প্যানিশ উপকূল থেকে জাহাজটিকে আটক করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, গ্রেস ওয়ানে থাকা ২৪ ভারতীয় ক্রু সদস্যদেরকে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন জানান, বুধবার এই ২৪ জনের সঙ্গে দেখা করে লন্ডনে ভারতীয় হাইকমিশনের একটি দল
Tag: world
No comments: